ছিনতাই থেকে বাঁচতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় ছিনতাই থেকে বাঁচতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। কবিরপুরে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
রাত সাড়ে ৯টায় ওই মহাসড়কের পাশে রফিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলে শত শত মানুষের এ বিক্ষোভ।
স্থানীয়দের অভিযোগ, এর আগে বারবার প্রশাসনকে বলেও কাজ হয়নি। ছিনতাই চলছেই। কয়েক বারের আন্দোলনও টনক নড়াতে পারেনি প্রশাসনের। এরপর মঙ্গবার রাতে ফের কুপিয়ে জখম করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধরা জানান, আশুলিয়ার কবিরপুর বুড়ীর টেকের মহাসড়কের পাশে অপরাধমূলক কাজ বেশি হচ্ছে। প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আর এ হামলায় অনেক প্রাণহানি ঘটছে।
গতকাল রাতে এক ঘণ্টার অবরোধ ও বিক্ষোভের পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন তাঁরা।
এদিকে, ছিনতাইকারীদের আঘাতে জখম আহত রফিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ফরিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘খুব শিগগরিই বিষয়টি নজরদারিতে আনা হবে এবং পুনরায় এ অঞ্চলের পরিবেশ স্বাভাবিক করতে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে।’