ছেলেকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে প্রাণ গেল বাবারও
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসিজদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার হৃদয় (৩৫) ও তাঁর ছেলে বিশাল কম্প (১৭)। তাঁরা হরিজন সম্প্রদায়ের লোক ছিলেন।
স্থানীয়রা জানায়, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য আজ সকাল থেকে বাবা হৃদয়ের সঙ্গে ছেলে বিশাল কাজ করছিল। বিকেলের দিকে সেপটিক ট্যাংকের ভেতরে বিশাল কাজ করতে নামলে তাঁর কোনো সাড়াশব্দে পাওয়া যায় না। অনেক ডাকাডাকি করেও যখন কোনো সাড়াশব্দ না মিলছিল না, তখন চিৎকার শুরু করে বাবা হৃদয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এক পর্যায়ে ছেলে বিশালকে উদ্ধার করার জন্য বাবা হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। এতে তাঁরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা সন্ধ্যার দিকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে তাঁদের মরদেহ উদ্ধার করেছে।