ছেলেকে বাঁচাতে গিয়ে হামলাকারীর লাথিতে প্রাণ গেল বাবার
মারপিটের হাত থেকে ছেলেকে রক্ষা করতে এসে হামলাকারীদের লাথিতে বুকে আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রেজাউল ইসলাম (৫৫)। গতকাল বুধবার রাতে ওয়াপুরের বসন্তপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী রিপন বলেন, ‘আমার কাছে এলাকার কয়েকজন যুবক চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে আমার দোকানে এসে হামলা করে। এ সময় উজ্জ্বল হোসেন, আফজাল হোসেন, আজগর হোসেন, রুহুল আমিন, হৃদয়সহ বেশ কয়েক যুবক আমাদের মারপিট করতে থাকে। এর এক পর্যায়ে আমার বাবা রেজাউল ইসলাম তাদের ঠেকাতে এলে হামলাকারীরা তাঁর বুকে লাথি মারে। তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান। কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে প্রতিপক্ষের উজ্জ্বল হোসেনসহ অন্যরা জানান, রিপনের কাছে তাঁর ১২০০ টাকা পাওনা ছিল। এই টাকা না দেওয়ায় ঝামেলা হয়। এক পর্যায়ে রিপনের বাবা রেজাউল ইসলাম পড়ে গিয়ে প্রাণ হারান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, রাতেই রেজাউল ইসলামের লাশ থানায় নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই সকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি।