ছয় মাস ২১ দিন পর দলীয় কার্যালয়ে রিজভী
সাড়ে ছয় মাসের বেশি সময় পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন। এর আগে সর্বশেষ ১৬ মার্চ তিনি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন।
গত ১৬ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট এলে পরদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়। তাতে নানা জটিলতা ধরা পড়লে ১ এপ্রিল তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তাঁর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্বকভাবে আক্রান্ত হওয়ায় তাঁকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন রিজভী। বাসাতেই চিকিৎসা নেন তিনি।
তবে কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শুরু করেন রুহুল কবির রিজভী। কিন্তু সিঁড়ি বেয়ে তিনতলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন তিনি দলীয় কার্যালয়ে যাননি।