জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তারের দাবি করছে পুলিশ। আজ বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে।
এক ক্ষুদে বার্তায় ডিএমপির জনসংযোগ শাখা জানিয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মেহেদী হাসান অমিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সিটিটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেপ্তার হওয়া মেহেদী জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তাঁর বাড়ি সিলেটে।
গত রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। জঙ্গিরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।