জঙ্গি ছিনতাই : ঈদী আমিনের তিন আশ্রয়দাতা কারাগারে
ঢাকার আদালত জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আসামি ঈদী আমিনের তিন আশ্রয়দাতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- ঈদী আমিনের বোন খোদেজা আক্তার লিপি, তার ভাগনে নাসির মিয়া ও বন্ধু তানভীর হোসেন। এর আগে গত ২৯ নভেম্বর তাদের তিনদিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।
গত ২৭ নভেম্বর ঈদী আমিন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপরে তাঁকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে আরও ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, গত ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় আসামি আরাফাত এবং সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে তারা। পরে ঘটনাস্থল আরাফাত ও সবুরকে আটক করা হয়।
এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।