জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার পুরো তালিকা বাতিল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার পুরো তালিকা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বইও বাতিলের তালিকায় রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সিনিয়র সচিব কে এম আলী আজম জানান, আগের তালিকাটি বাতিলের পর এখন একটি কমিটি করা হবে। এই কমিটি নতুন তালিকা তৈরির কাজ করবে।
এর আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা পাঠানো হয়। এ তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বই দেখা যায়, যার অধিকাংশই কবিতার বই। এর মধ্যে ২৪টি বই প্রকাশিত হয়েছে মৃত্তিকা নামে একটি নতুন প্রকাশনী সংস্থা থেকে।