জনসাধারণের জন্য আজকে গণপরিবহণ নেই : আমীর খসরু
যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহণ সংকট তীব্র আকার ধারণ করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের জনসাধারণের জন্য আজকে বাস আছে বলে মনে হয় না। সব পরিবহণ তাদের দখলে।’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন।
বাসের সুবিধা দিয়ে যুবলীগের সমাবেশে মানুষ আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশকে এখন আর সমাবেশ বলা চলে না, এটা বিপ্লব। বাস বন্ধ করে দিয়ে, সব ধরনের যান বন্ধ করে দিয়েও তাদেরকে কেউ আটকে রাখতে পারেনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চারদিকে রাস্তাঘাট বন্ধ। মনে হচ্ছে, এটা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা দলের কোনো প্রোগ্রাম মনে হচ্ছে না। বিদেশিদের কেউ যদি দেখে, তারা এটাকে রাষ্ট্রীয় প্রোগ্রাম মনে করবে। দলের প্রোগ্রাম মনে করবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘গণপরিবহণ ছাড়াও যে জনসভা করা যায়, সেটা প্রমাণ করেছে বিএনপি। এই আন্দোলন থেকে বিএনপির লাভ হয়েছে। পরিবহণ ছাড়াও কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। সবকিছু বন্ধ করে দিয়ে, খাবার বন্ধ করে দিয়েও কর্মসূচি বন্ধ করা যায় না, তা এখন প্রমাণিত। এটাকে আন্দোলন বলে না, এটাকে বিপ্লব বলে। আন্দোলনে মানুষ নদী ঝাঁপিয়ে আসে না।’
বাংলাদেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে উল্লেখ করে খসরু বলেন, ‘মানুষ আজ দুই বেলা খেতে পারছে না। দ্রব্যমূল্যের চাপে মানুষ দিশেহারা। বিদ্যুতের অভাবে অন্ধকারে। ভয়ভীতি দেখিয়ে মানুষকে দমানোর চেষ্টা হচ্ছে।’
আমীর খসরু বলেন, ‘আন্দোলনের পরবর্তী সময় নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে—দেশকে উদ্ধার করার জন্য, দেশকে মেরামত করার জন্য বিএনপির কী চিন্তা। শেখ হাসিনা যাওয়ার পরবর্তীতে কী হবে, সে বিষয়ে তারেক রহমান দিক-নির্দেশনা দিয়েছেন। যারা আন্দোলনরত, যে শক্তিগুলো থাকবে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কোনো সংশয় যেন না থাকে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ছোটোখাটো পরিবর্তন দিয়ে এই জাতিকে বাঁচানো যাবে না। আন্দোলন নিয়ে মানুষের সামনে পরিষ্কার চিত্র তুলে ধরতে হবে। আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। ক্ষত-বিক্ষত করে ফেলেছে। এই সংবিধানে কী কী পরিবর্তন আনতে হবে, সেটাও পরিষ্কার করা হবে জাতির সামনে।’
জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ ।