জন্মশতবর্ষ ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে করোনা নেগেটিভ রিপোর্ট লাগবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেওয়া অতিথি ও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠান হবে। এতে চার দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। দেশি বিদেশি অতিথিদের আসা-যাওয়া এবং হোটেলে অবস্থানকালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। আজ বুধবার এ সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মূল অনুষ্ঠান হবে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ডে’। সেখানে বিশেষ নিরাপত্তা থাকবে। চার দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের রাষ্ট্রপ্রধানদের আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কমিটির সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, কোভিড টেস্টের রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যের থাকতে হবে। প্রতিদিন ৫০০ অতিথি থাকবেন। চার দেশ ছাড়াও অন্য আরও দেশ থেকে অতিথি আসবেন। সেটা পরে নিশ্চিত হওয়া যাবে।
মূল অনুষ্ঠান ১০ দিনের মধ্যে চার দিন হবে সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে। বাকি ছয়দিন হবে ভার্চুয়াল।