জমির বিরোধে বাবাকে না পেয়ে মেয়েকে গলাকেটে হত্যা!
কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরীকে গলাকেটে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ওই কিশোরীর মরদেহ পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (১৪) ওই গ্রামের সোলেমান বেপারীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজ শনিবার বিকেল ৪টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, পুলিশ খবর পেয়ে আজ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নিহতের বাবা সোলেমান বেপারী অভিযোগ করে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাতিজারা দীর্ঘদিন ধরে আমাকে মারার চেষ্টা করছিল। সাত-আট দিন আগে আমাকে না পেয়ে আমার স্ত্রীকে মেরে গুরুতর আহত করে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
সোলেমান মিয়া আরও বলেন, ‘গতকাল রাত ১২টার পর আমাকে মারার জন্য আক্রমণ করলে আমি ঘর থেকে পালিয়ে যাই। পরে আমাকে না পেয়ে আমার মেয়েকে তারা গলা কেটে হত্যা করে পানিতে ফেলে দেয়। সকালে আমি বাড়ি এসে এসব দেখি।’