জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আব্দুর রহমানকে (৫০) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছোট ভাই খলিলুর রহমানের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান। এর আগে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা করে ছোট ভাই।
নিহত আব্দুর রহমান (৫০) উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে একাধিক মামলাসহ ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে খলিলুর রহমান ও তার ছেলে তানভীর ও বাবুসহ পাঁচ থেকে ছয়জন লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত খলিলুর রহমান পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।’