জাকসুর সাবেক জিএস আজগর হোসেন আর নেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও ঢাকা জেলার আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজগর হোসেন কিডনি ও ডায়াবেটিসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।
জানা গেছে, আজগর আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা মরহুম আফসার উদ্দিনও একই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
আজগর হোসেনের মরদেহ সাভার পৌর এলাকার উত্তর জামসিংয়ের বাসায় নিয়ে আসা হলে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এক নজর দেখার জন্য ভিড় করে। পরে বাদ এশা জামসিং সায়েন্সল্যাবরেটরি হাউজিং সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
আজগরের মৃত্যুতে শোক জানিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. রেফাতউল্লাহসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।