জাকাতের কাপড় নিতে গিয়ে ভিক্ষুকের ছুরিকাঘাতে নারী নিহত
পাবনায় জাকাতের কাপড় নিতে এসে কথা কাটাকাটির জেরে পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে শহরের বড়বাজার পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আল্লাদী খাতুন (৫০)। তিনি পাবনা শহরের অনন্তবাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক ভিক্ষুক জানান, আজ দুপুরে জাকাতের কাপড়ের জন্য দুই শতাধিক ভিক্ষুক শহরের বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকের নিচের আলহাজ হারুনার রশীদ লাইজুর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় আল্লাদীর সঙ্গে অপর এক নারী ভিক্ষুকের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পাশে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে আল্লাদীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাঁকে ধাওয়া দিলে অভিযুক্ত ভিক্ষুক পালিয়ে যান।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আল্লাদীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের একটি সূত্র জানায়, গত শব-ই বরাতের রাতে ওই নারী ভিক্ষুকের সঙ্গে আল্লাদীর কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে আজ আবার দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সুযোগ বুঝে ওই নারী ভিক্ষুকের নিয়ে আসা পুরুষ ভিক্ষুক আল্লাদীকে ছুরিকাঘাত করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’