জাতির পিতাকে স্বচক্ষে দেখতে পারলে আর কিছু চাওয়ার থাকত না : তারানা হালিম
সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তারানা হালিম বলেছেন, ‘জাতির পিতাকে যদি একদিন স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে জীবনে আর কিছু চাওয়া-পাওয়ার থাকত না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে আলোচনা অনুষ্ঠানে তারানা হালিম এ কথা বলেন।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা দেখছি মানবাধিকার নিয়ে অনেক কথা হয়। যুদ্ধের সময় গণহত্যার স্বীকৃতি কেন ইউএন দেয়নি? ৭১ এর গণহত্যার আমরা স্বীকৃতি চাই। ১৯৭৫ সালে শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, সেদিন গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছিল। সেদিন মানবাধিকার লঙ্ঘিত হয়নি? জিয়াউর রহমান আইন করেছিল, সেদিন বলেছিল ১৯৭৫ সালে হত্যাকাণ্ডের সাথে জড়ির কারও বিচার করা যাবে না এবং যাতে বিচার করা না যায়, তাই সংবিধানে ৫ম সংশোধনী আনা হয়েছিল।
তারানা হালিম আরও বলেন, ‘বিএনপিকে বলতে চাই, আপনারা ভোটারদের বলেন না কেন? আপনারা যদি ভোটে বিজয়ী হতে পারেন, কখনো, কোনোদিনও বা কোনোজীবনে; তাহলে বলুন আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আপনারা কী র্যাব রাখবেন নাকি রাখবেন না? না কি সেদিনের মতো অপারেশন ক্লিনহার্ট চালাবেন? তখন কী পোস্টমর্টেমে লেখা থাকবে হার্ট ফেইলিওর হয়ে একদিনে ৩ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। আপনাদের আরও বলতে হবে, আপনাদের রাজনীতির হাল কে ধরবে?’