জাতীয় পার্টি আর জোটে নেই : জি এম কাদের
জাতীয় পার্টি আর জোটের সঙ্গে বা কোনো দলের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি জনগণের পাশে আছে। জনগণ পরিবর্তন চায়। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালিত হবে, সেই বিষয়টি চিরস্থায়ী করার জন্য জনগণের পক্ষে রাজনীতিতে থাকবে জাতীয় পার্টি। আর যারা জনগণের পক্ষে থাকবে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়—তাহলে তাদের সঙ্গেই জাতীয় পার্টি হাত মেলাবে।’
জিএম কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি পর্যায়ক্রমে সংবিধান সংশোধন করতে করতে এমন সংশোধন করেছে, এরপরে ক্ষমতায় যারা আসবে, সংবিধান রক্ষা করতে গেলে একনায়কতন্ত্র হিসেবে দেশ পরিচালনা করতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। কোনো দলের জন্য লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না। জাতীয় পার্টি নিজের নীতি নিয়ে কথা বলবে। বাংলাদেশের জনগণের যে মালিকানা ছিনতাই হওয়ার পথে, সেই মালিকানা ফিরিয়ে দেবে জাতীয় পার্টি।’
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, ৩-আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ।