জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আজ রোববার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মোকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মাওলানা হাবিবুর রহমান মেশকাত।
ঈদের প্রধান জামাতে অংশ নিতে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়।
এর আগে আজ সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এর আগে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গতকাল শনিবার সাংবাদিকদের জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন।
ঈদগাহে একসঙ্গে প্রায় সাড়ে তিন হাজার নারীর নামাজের সুব্যবস্থা ছিল।
ঈদের প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়।