জাতীয় শোক দিবসে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এ বছরও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। সরকার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দেশজুড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা—শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
দেশে করোনা মহামারি পরিস্থিতিতে ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে চলতি মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে—ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থা জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করছে। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
ঢাকার বাইরে থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন।
রোববার সকালে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আ জ ম নাছির বক্তব্য দেন। এ ছাড়া উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদস্য ইফতেকার হোসেন বাবুল দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশের ডিআইজি ও পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কে এম সবুজ, ঝালকাঠি : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভালোবাসার অর্ঘ্য দেওয়া হয়।
পরে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের টাউন হলে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরও অনেকে।
অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী অসহায় নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। এ ছাড়াও জেলার অন্য তিনটি উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়া কালেক্টর চত্বরের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলম।
এ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলি খান ও যুগ্ম-সম্পাদক এইচ এম মতিউরের নেতৃত্বে জেলা শ্রমিক লীগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : আজ জাতীয় শোক দিবসে দিনের শুরুতে নুর নগরস্ খুলনা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো দিয়ে কর্মসূচির শুরু হয়।
স্বাস্থ্যবিধি মেনে প্রথমে শোকশোভাযাত্রা করে খুলনা বেতার কেন্দ্র। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি করপোরেশনের মেয়রের পক্ষে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, পুলিশ, বিভাগীয়, জেলা প্রসাশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া কেডিএর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অনুরূপ শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া মাহফিল, কাঙালিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইয়ুব আলী, ময়মনসিংহ : আজ সকাল ৮টার দিকে সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা। পরে সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ একে একে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া মহানগরীতে দোয়া মাহফিল ছাড়া আরও অনেক আয়োজন করা হয়েছে।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন উপস্থিত ছিলেন।
এরপর সকাল ৭টায় জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সাইফুর রশীদ এবং সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
ওছমান হারুন মাহমুদ, ফেনী : আজ বেলা ১১টার দিকে ফেনীর স্মৃতিসৌধ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদউল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।
এছাড়া ফেনী পৌরসভার আয়োজনে জয়নাল আবেদিন ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
সাইফুল ইসলাম সজল, যশোর : জেলায় জাতীয় শোক দিবসে জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে শোকশোভাযাত্রা করে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সব সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
শ.ম সাজু, রাজশাহী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, গণভোজ, দোয়া মাহফিল ও শোক শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শোকদিবস পালন করেছে আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর। আজ সকালে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর একাধিক স্থানে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণভোজের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, ডিআইজি মো. আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকশোভাযাত্রা বের করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যাংকের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে রাজশাহী পূর্ত ক্যাম্পাসে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর জাতীয় শোক দিবসে এই ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করে। সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে সারা দেশে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্ত্বাবধানে গণপূর্ত অধিদপ্তর এ উদ্যোগ নেয়। রাজশাহীতে ত্রাণ বিতরণ কার্যক্রমে জাতির পিতার জীবনের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা, গণপূর্ত জোন রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাওনেওয়াজ কান্তা, গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, পিঅ্যান্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মো. ছাইদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আয়াতুল্লাহ্, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা কমিটি সভাপতি মো. বাবর আলী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ গণপূর্ত অধিদপ্তর, রাজশাহীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
নাসির আহমেদ, গাজীপুর : মহানগর ও জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ঢল নামে। সেখানে জেলা প্রশাসন, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনীত শ্রদ্ধা জানান।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মো. ফজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা প্রশাসন পুষ্পস্তবক অপর্ণের পর বেলা ১১টার দিকে ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা সভা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সব মসজিদ, মন্দির, গীর্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ।
এ সময় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে জেলাব্যাপী প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সঞ্জিব দাস, ফরিদপুর : জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টার দিকে ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নিরবতা পালন শেষে প্রথমে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পূজা উদযাপন পরিষদ, এফবিসিসিআই, আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, এলজিইডি, এনজিওসহ বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় পুষ্পস্তবক অর্পণে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, বিসিআইর পরিচালক মো. খায়ের মিয়া প্রমুখ।
ফারুক হোসেন, দিনাজপুর : জেলায় জাতীয় শোক দিবসে শ্রদ্ধা, আলোচনাসভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।
এরপরে মুক্তিযোদ্ধা, সরকারি-বেরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকালে সরকারি আধাসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া, শিহাব উদ্দিন বিপু : ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে স্বাস্থ্যবিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বি এম ল্যাবরেটরি স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সকাল ৮টার দিকে শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, আনসার ভিডিপি, সিভিল সার্জন অফিস, জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি, মাগুরা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় এক মিনিট নিরবতা পালনসহ এই দিনে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ রোববার ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানায় ছয় লাখ টাকার অনুদান দেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর তিনি শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় এসব অর্থ বিতরণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহরিুল হক ভুইয়া মোহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলাজুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এদিকে, দুপুরে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। আজ দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া বাস টার্মিনালে এ মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গরিব ও অসহায় প্রায় পাঁচ হাজার মানুষকে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় রান্নাকরা খাবার বিতরণ করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
এ ছাড়া গোপালগঞ্জের অন্য উপজেলায়ও একই কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ।
ভজন দাস, নেত্রকোনা : জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ৯টার দিকে নেত্রকোনার মোক্তাপাড়া মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী : আজ সকালে প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিসিক, নোয়াখালী ও চৌমুহনী পৌরসভাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এদিকে, নোয়াখালী পৌরসভায় মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল থেকে পৌরসভার বিভিন্ন স্থানে গণভোজ দেওয়া হয়। এতে কমপক্ষে ১২ হাজার লোকের খাদ্যের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম, হিলি (দিনাজপুর) : জেলার হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১টার দিকে পানামা পোর্ট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন পানামা পোর্টের এম ডি অনন্ত কুমার চক্রবর্তী নেপাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, সহব্যবস্থাপক অসিত কুমার স্যানাল ও শ্রমিক নেতা গোলাম মর্শেদ প্রমুখ।
এরপর বঙ্গবন্ধু তাঁর পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়। পরে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
রেজ-আন-উল বাসার তাপস, মেহেরপুর : আজ সকাল ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রসাশক ড. মনসুর আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরবর্তীতে পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক অংগ সংগঠন অংশ নেয়। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধমে দিবসটিকে সাজানো হয়।
আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন-কবিতাপাঠ ও বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : আজ সকালে নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এছাড়া রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম বাহাউদ্দিন বাহারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। আজ সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন। পরে টাউন হল চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, সামরিক বেসামরিক বাহিনী, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।
কাজী রাশেদ, চান্দিনা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে কুমিল্লার চান্দিনায়। আজ সকালে সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৯টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. তানভীর হাসান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ। পরে দিবসটি উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।