জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি বিএসইসির শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বিএসইসি প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আজ রোববার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক (বাণিজ্যিক) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে মহিউদ্দিন আহমদ, পরিচালক (অর্থ) মো. মনিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মো. আমিনুর রহমান, সচিব জনাব এ কে এম আনোয়ার মোর্শেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীরা।