জাপানি ২ শিশুর বাবার আপিল শুনানি ২৪ মে
বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর বাবার আপিল শুনানির জন্য আগামী ২৪ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এই দিন নির্ধারণ করেন। এদিন উচ্চ আদালতে একই বিষয়ে শুনানি থাকায় আপিলকারী বাবা ইমরান শরিফ তার আইনজীবীর মাধ্যমে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা ম ঞ্জুর করে আগামী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ এবং পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে আপিল বিষয়ক শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আপিল গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশসহ নথি তলব করেন। পাশাপাশি এ মামলার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে তারিখ ধার্য করবেন বলে জানান।
এর আগে গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান জাপানি দুই শিশুকে মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দেন।