জাবি ছাত্রলীগের ৩৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ ১১ মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেইজে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে আকতারুজ্জামান সোহেল ও হাবিবুর রহমান লিটন কমিটি পূর্ণতা পেল।
৩৮৮ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন করে; সহ-সম্পাদক পদে ৬৬ জন এবং কার্যকরী সদস্য পদে ৫৫ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।
কমিটি ঘোষণারা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জাবি ছাত্রলীগ। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর ২০২১ সালের অক্টোবরে জুয়েল-চঞ্চল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে চলতি বছরের ৩ জানুয়ারি সোহেল-লিটন কমিটি দায়িত্ব গ্রহণ করে।