জামাতুল আনসার ফিল হিন্দালের মিডিয়া প্রধান রিমান্ডে
রাজধানীর ডেমরা থানায় দায়ের করা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের প্রধান সাকিব বিন কামালের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাকিব বিন কামালকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার (২৪ এপ্রিল) রাতে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে সাকিব বিন কামালকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। পরে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়া’র মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের প্রধান সাকিব বিন কামাল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি শিক্ষকতা ও অনলাইন ফ্রিল্যান্সিং কাজে জড়িত। ২০১০ থেকে তিনি জামায়াতুল মুসলিমিন ও হিজবুত তাহরির সংগঠনের সঙ্গে জড়িত হয়ে উগ্রবাদ মতবাদে দিক্ষীত হয়ে সমমনাদের সঙ্গে যোগাযোগ করে একটি গ্রুপ তৈরি করেন।