জামালপুরে জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধার ওপর হামলা
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ও তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে আহত ওই মুক্তিযোদ্ধার স্ত্রী শামীমা আক্তার জাহান বাদী হয়ে মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী খামারবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একই এলাকার মোস্তাফিজুর রহমান মঞ্জুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গতকাল রোববার রাতে মোস্তাফিজুর রহমান ও তাঁর ছেলে ত্রিসাদসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে যান। এরপর তাঁর স্ত্রী শামীমা আক্তার জাহানের ওপর হামলা চালায় এবং আহত করে। হামলায় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ওপরও হামলা চালায় এবং তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ দুপুরে শামীমা আক্তার জাহান বাদী হয়ে হামলার অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং মোস্তাফিজুর রহমান মঞ্জু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।