জামালপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে তাল পাড়তে গিয়ে আব্দুল আজিজ (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজের বাড়ি একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা উত্তরপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হকের দুটি গাছের তাল কিনতে আসে তাল ব্যবসায়ী আব্দুল আজিজ। পরে দুপুরের দিকে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন। এ সময় গাছের পাশে পিডিবির ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।
সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালগাছ থেকে ব্যবসায়ী আব্দুল আজিজকে মৃত উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’