জামালপুরে দুটি লাশ উদ্ধার
জামালপুরের দুই উপজেলা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা থেকে এক বৃদ্ধ এবং দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে পোশাককর্মী পারভেজ মিয়া সুমন (২৭) ও সদর উপজেলার তিতপল্লা দক্ষিণপাড়ার আব্দুর রশিদ (৭৫)।
সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, পারভেজ মিয়া রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সকালে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাঁর জুতা ভেসে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে সুমনের লাশ উদ্ধার করে। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পারভেজ মিয়া সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, আব্দুর রশিদ রাতে বাড়ির বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় তাঁর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।