জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাইকের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত আব্দুর রহিমের ছেলে রিপন (৩৫) ও শাহাজালালের ছেলে আলিফ হাসান (১২)।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, আজ সকালে মোহাম্মদপুর গ্রামের রিপনের মুদি দোকানে হালখাতা চলছিল। এ সময় আলিফ হাসান হালখাতার জন্য মাইক বাঁধা বাঁশের খুঁটিটি ঘোরাতে চেষ্টা করে। এতে বিদ্যুতের খুঁটির তারে মাইক লেগে যায়। এর ফলে মাইকের তার বিদ্যুৎতায়িত হয়ে গেলে আলিফ হাসান এর হাতে থাকা মাইক্রোফোন ও তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আলিফ হাসানকে বাঁচাতে দোকান মালিক রিপন মাইকের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এতে রিপনও ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সম্পর্কে তারা চাচা ভাতিজা।
এসআই তাহের আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার ও এলাকাবাসী আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে।