জামালপুরে স্বামী হাতে স্ত্রী, ভাইয়ের হাতে ভাই খুন
জামালপুর সদরে পারিবারিক কলহের জের স্বামীর হাতে স্ত্রী এবং মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। আজ শুক্রবার উভয় ঘটনায় সদর থানার পুলিশ পৌর শহরের নয়াপাড়া এলাকা থেকে একজনের এবং মেলান্দহ থানার পুলিশ অপরজনের লাশ উদ্ধার করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, জামালপুর পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার মৃত মুকছেদ আলী শেখের মেয়ে মুসলিমা বেগমকে (৩০) বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতেন রুবেল (৩৫)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে মুসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে তার স্বামী রুবেল পালিয়ে যান। রুবেলের বাড়ি মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে।
ওসি বলেন, এলাকবাসী থানায় খবর দিলে আজ শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুসলিমার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামের এনামুল হক (৩৮) তার বাবা আ. মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এ নিয়ে এনামুলের সঙ্গে ছোট ভাই জাকারিয়ার (৩৬) বিরোধ চলছিল। আজ দুপুরে তর্কবিতর্কের একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জাকারিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মেলান্দহ থানার ওসি এম এম মায়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।