জামায়াত সংশ্লিষ্ট দলকে নিবন্ধন না দিতে প্রজন্ম ৭১’র দাবি
নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জামায়াত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি তুলেছে প্রজন্ম ৭১। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) দপ্তরে বেলা ১১টায় স্মারকলিপি প্রদান করে এই সংগঠনটি। গত ১৪ নভেম্বরও তারা একই দাবি তোলেন।
প্রজন্ম ৭১ এর সভাপতি আসিফ মুনীর তন্ময় বলেন, ‘বিডিপি নিবন্ধনের আবেদন করেছে, তাতে আমরা শঙ্কিত। আমরা প্রজন্ম ৭১ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে একটা স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত যেটা বলতে চেয়েছি শহিদ সন্তান ও পরিবার থেকে আমাদের একটা ইমোশনাল আপিল আছে। যে আমরা চাই যাদের কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে জামায়েত ইসলামীর সঙ্গে এবং ইসলামী ছাত্রশিবিরের আদর্শের সঙ্গে সেরকম কোনো ব্যক্তি যদি গঠন করেন এবং নিবন্ধনের জন্য আবেদন করেন তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে সংগঠনটির প্রচার সম্পাদক অনল রায়হান বলেন, ‘মিডিয়ার খবর অনুযায়ী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সেক্রেটারি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। খবর নিয়েছি তারা জামায়েত ইসলামীর সূরা সদস্য ছিলেন এবং আছেন। সংগঠনের যারা সদস্য তারা কখনো না কখনো জামায়াত ইসলামীর সঙ্গে ছিলেন। ছাত্রশিবিরের সঙ্গে ছিলেন। জামায়াত ইসলামের আদর্শ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপহোল্ড করছে এটা সকল সুস্থ নাগরিক বোঝেন।’
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসিফ মুনীর, সাইফুদ্দিন আব্বাস, নুজহাত চৌধুরী শম্পা, তানভীর হায়দায় চৌধুরী, অনল রায়হান প্রমুখ।