জামিন নিতে এসে অর্থ আত্মসাৎ মামলার আসামি কারাগারে
জামিন নিতে এসে কারাগারে গেলেন অর্থ আত্মসাৎ মামলার আসামি সিরাজুল ইসলাম। তিনি মানিকগঞ্জ জেলা শহরের একটি মোটরসাইকেল শো-রুমের সাবেক ম্যানেজার।
মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে এলে গতকাল মঙ্গলবার বিচারক এলিনা আক্তার জামিন নামঞ্জুর করে সিরাজুল ইসলামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে অভিযুক্ত সিরাজুলের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ওয়ারলেস গেট এলাকার শহীদ সরণিতে অবস্থিত শুভ বাজাজ হোন্ডা শো-রুমের মালিক মো. সাজাহান দুই কোটি ৭৭ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলা করেন।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে গত ২৮ মার্চ মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত [নং-২ সিআর মামলা নং ২৫০ (মানিকগঞ্জ)] মামলা করেন শুভ বাজাজের স্বত্বাধিকারী মো. সাজাহান।
মামলার এজাহারে বাদী মো. সাজাহান উল্লেখ করেছেন— ২০০৮ সালের ৩০ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি (তাঁর ম্যানেজার) ১১ হাজার ১৪টি মোটরসাইকেল বিক্রির লভ্যাংশের টাকা (দেড় হাজার টাকা করে) এক কোটি ৬৫ লাখ ২১ হাজার টাকা এবং ৮০০ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি (এক হাজার ৪০০ টাকা করে) এক কোটি ১২ লাখ টাকা কোম্পানির ব্যাংকের নির্দিষ্ট শাখায় জমা না দিয়ে আত্মসাৎ করেন।
পরবর্তীকালে শো-রুমের অভ্যন্তরীণ হিসাবে (অডিট রিপোর্ট) এ বিপুল টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আব্দুল্লাহ মিয়া আদালতে আসামি সিরাজুল ইসলাম বিপুল টাকা আত্মসাৎ করেছে জানিয়ে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
গতকাল মঙ্গলবার আসামি তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাঁকে জামিন না দিয়ে হাজতে রাখার নির্দেশ দেন।