জামিন পেলেন ছাত্র অধিকারের ১৫ নেতাকর্মী
রাজধানীর শাহবাগ থানার দায়ের করা দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এই আদেশ দেন।
এ মামলায় জামিনপ্রাপ্ত আসামিরা হলেন– আরিফুল ইসলাম, তসলিম হোসাইন অভি, তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, এইচ এম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, ওমর ফারুক জিহাদ, মো. আবু কাউছার, মো. মোয়াজ্জেম হোসেন রনি, শাহ ওয়ালিউল্লাহ, রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ ও মো. রাকিব।
এর আগে, গত ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন ও সাধরণ সম্পাদক আকরাম হোসেনসহ আট জনের জামিন দিয়েছেন আদালত।
নথি থেকে জানা গেছে, চলতি বছরের ৭ অক্টোবর বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদের সঙ্গে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় স্মরণসভাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে মারামারিও হয়। এই দুই ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করে ছাত্রলীগের দুই কর্মী।