জামিন পেলেন সেলিম খান
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের বিতর্কিত ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খানের জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এই আদেশ দেন।
সেলিম খানের আইনজীবী শাহিনূর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উভয় পক্ষের জামিন শুনানি শেষে বিচারক ৩০ হাজার টাকা মুচলেকায় সেলিম খানের জামিন মঞ্জুর করেন।’
আইনজীবী আরও বলেন, ‘গত ১২ অক্টোবর ঢাকার মহানগর দায়রা আদালত সেলিম খানের জামিন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
নথি থেকে জানা গেছে, গত ১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, সেলিম খানের ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া গেছে।
এ ছাড়াও তার ছয়টি ড্রেজার, তিনটি প্রাইভেটকার, জিপ, একটি পিস্তল, একটি শটগান, আসবাব, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, ইলেকট্রনিক সরঞ্জাম, নয়টি সিনেমা নির্মাণ ও আমদানিতে বিনিয়োগ, ৫৮টি সিনেমা নির্মাণে অনুমতির নিবন্ধন ফি জমা, ব্যাংক হিসাবে জমা ও হাতে নগদসহ আরও ১১ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৩৬৪ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।