জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাভারের বনপুকুর এলাকায় আজ শুক্রবার সকালে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (২৪)। তিনি জাবির উপাচার্য অফিসের সহকারী ছিলেন বলে জানা গেছে।
জাবির উপাচার্য অফিসের আরেক সহকারী মোকাররম হোসেন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘ঈদের ছুটির পর এখনও অফিস চালু হয়নি। তবে, ঈদের মধ্যে মামুন মিয়ার সঙ্গে ফোনে কথা হয়েছে।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা জানিয়েছেন, আজ শুক্রবার সকালে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মামুন মিয়ার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যেরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মামুন মিয়া চার বছর ধরে জাবিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।