জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত দু-একদিনের মধ্যেই : মন্ত্রী
জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে থাকছেন কি না আগামী দু-একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ‘এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন যাচাই-বাছাই করা হচ্ছে। আইন পর্যালোচনার পর দু-একদিনের মধ্যে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তাজুল ইসলাম।
গত শুক্রবার জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ। তিনি গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অভিযোগ করেন। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করতে শোনা গেছে বলে অভিযোগ ওঠে।
এরপর গত ৩ অক্টোবর দলীয় স্বার্থ-পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শাতে নোটিশ দেয় আওয়ামী লীগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব চাওয়া হয়েছে।
জবাবে সন্তোষ্ট না হওয়ায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।