জিনিসপত্রের দাম বাড়লেও অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি : ওবায়দুল কাদের
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তা সত্ত্বেও আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।
আজ বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি দেশের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্য কমছে, আস্তে আস্তে আরও কমবে। ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়। দেখুন ফ্রান্স, জার্মানির কী অবস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’