জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর : রিজভী
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গতকাল সোমবার দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর যে সব কথা বলেছেন তা শুধু নজিরবিহীন নয়, আপত্তিকর।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম, একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এই ধরনের কথা বলতে পারেন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী বলেছেন, ‘২৫ মার্চ যখন দেশবাসী রাস্তায় ব্যারিকেড দিচ্ছে তখন চট্টগ্রামে জিয়াউর রহমান গুলি করেছেন।’ কত বড়ো ইতিহাস বিকৃতি!”
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতাদের সন্তানরা যেসব বই লিখছেন এবং শেখ হাসিনার ক্যাবিনেটে যেসব মুক্তিযোদ্ধা ছিলেন তারা যেসব বই লিখছেন। সেখানে জিয়াউর রহমানকে যেভাবে মহিমান্বিত করেছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তাঁর অবদান। শেখ হাসিনা এগুলোকে ঢাকা দিতে পারেন না, আড়াল করতে পারেন না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিনের যে নির্যাতন, সে নির্যাতন অব্যাহত রেখেছে। সেখান থেকে কিন্তু কখনোই বিচ্যুত হয়নি সরকার। এই নির্যাতন কেন করতে হচ্ছে। এটা করতে হছে এ জন্য যে, দেশে সুষ্ঠু গণতন্ত্রের ধারা চালু হলে পরে মানুষ সত্য ইতিহাস নিয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। বিএনপির কোনো কর্মসূচি থাকুক বা না থাকুক নেতার্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলার সহসভাপতি তমিজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অপরাধ এই সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে সক্রিয় থাকে সে। আমি তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, যুবদলের সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত ছিলেন।