জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুঃসময়ে যাঁরা মানুষ এবং দেশকে উদ্ধারের জন্য ভূমিকা পালন করেছেন, তাঁরা হলেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’
ময়মনসিংহে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে তাঁর কর্মময় জীবনের ওপর বই ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে আলোচনা সভায় এ কথা বলেন নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘মানুষের মনে জিয়াউর রহমান চিরদিন বেঁচে আছেন, থাকবেন। বেগম খালেদা জিয়াকেও তারা ভুলবে না। বাংলাদেশে বেগম রোকেয়ার পর নারী শিক্ষায় সবচেয়ে বেশি অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’
এ সময় শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনসহ স্থানীয় নেতারা। আলোচনা সভার পর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।