জিয়া পরিবারের বিরুদ্ধে দুদকের সব মামলা কাল্পনিক : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে, তা একটিও সত্য নয়। সব মামলা কাল্পনিক।’
এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এ সভা আয়োজন করা হয়।
দুদক চেয়ারম্যানের সমালোচনা রিজভী বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। দুদক চেয়ারম্যান, আপনার নিজস্ব কোনো সত্তা নেই। আপনার কোনো স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ বরেণ্য পরিবারের সন্তান, একজন চিকিৎসক তাঁর বিরুদ্ধে এ কাপুরুষিত মামলা করতে পারতেন না।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এক এগারোর সময় আজকের এ প্রধানমন্ত্রী বলেছিলেন—মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল। তাই, আমি দুদকের চেয়ারম্যানকে বলব—ডা. জোবায়দা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সে কারণেই কি এক এগারোর সময় করা মিথ্যা পোড়ানো মামলা চালু চালু করা হয়েছে? জনগণ তো তাই বিশ্বাস করে। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।’
রিজভী আরও বলেন, ‘সামাজিকভাবে হেয় করার জন্য জোবায়দা রহমানের বিরুদ্ধে এ মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারা দেশে জ্বলে উঠবে।’
মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান কেয়া প্রমুখ।