জীবনমরণ লড়াই করতে হবে : মির্জা ফখরুল
সরকার হটানোর এবারের আন্দোলনই ‘শেষ লড়াই’ বলে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের মহাসচিব এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এবার হচ্ছে শেষ লড়াই। এবার আমাদের জীবনমরণ লড়াই করতে হবে। এবার সেই জাগপার কথায় বলতে চাই—হয় জীবন না হয় মরণ।’
ফখরুল বলেন, ‘আমারা আজকের এই ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সংকটময় মুহূর্তে পালন করছি। আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সর্তকতার সঙ্গে নিতে হবে যেন কোনো মতে তারা সুযোগ না পায়। আমাদেরকে তারা ভেঙে দিতে, গুড়িয়ে দিতে না পারে।’
পুলিশ বাহিনীর প্রতি আহ্বান রেখে ফখরুল বলেন, ‘আমরা খুব পরিস্কার করে বলতে চাই, আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নই, আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নই। আমাদের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সংসার চলে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, তাদের বউ-বাচ্চাদের কাপড় দেয়। তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলছে, এটা কি আমরা মেনে নেবো? আমরা বলতে চাই, আপনাদেরকে আমরা কখনো প্রতিপক্ষ বানাতে চাই না। আপনারা দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না।’
মির্জা ফখরুল বলেন, ‘যখন বিএনপি মানুষের সমস্যাগুলো নিয়ে আন্দোলন শুরু করেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, চাল-ডাল-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, তখন তারা সেই আগের মতো আমাদের সহযোদ্ধাদের-সহকর্মীদের গুলি করে হত্যা করছে। গতকালকে গুলি করে হত্যা করেছে আমাদের নারায়নগঞ্জের যুবদলের কর্মী শাওনকে।’
মির্জা ফখরুল বলেন, ‘গতকাল রাতে শাওনের মৃতদেহ তার আত্মীয়স্বজনকে দেয়নি, আমাদের দলের নেতাকর্মীদের দেয়নি। শাওনের লাশ তারা গোপনে পুলিশ পাহারায় নিয়ে গিয়ে দাফন করেছে।’
ফখরুল বলেন, ‘আমরা ইতিমধ্যে ভোলাতে মামলা করেছি। ভোলায় নুরে আলম ও আব্দুর রহিমের হত্যা মামলা করেছি, আমরা অবশ্যই শাওনের হত্যা মামলা করব।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যারা জেলায় জেলায় আমাদের কর্মীদেরকে আহত করছেন, তার প্রত্যেকটির হিসাব নেওয়া হবে।’ তিনি বলেন, ‘এবারকার মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে, বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে। তারা আপনাদের ক্ষমতার মসনদ গুড়িয়ে দেবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।