জীবনের ঝুঁকি নিয়ে কাপড়চোপড় বের করেছেন ইব্রাহিম-রাশেদ
মো. ইব্রাহিম ও মো. রাশেদ হাঁপাচ্ছিলেন বসে বসে। কারণ, তারা দুজনই জীবনের ঝুঁকি নিয়ে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে দোকানের অন্তত অর্ধেক পণ্য বের করে ফেলেছেন। এনটিভি অনলাইনকে এ তথ্য মার্কেটের সামনে বসেই তারা জানিয়েছেন।
ইব্রাহিম হাফাতে হাফাতে বলছিলেন, ‘রাত দুইটার দিকে দোকান থেকে বাসায় গেছি। এখন ঈদের কেনাকাটা চলে। ঘুমিয়ে গেছি বাসায় গিয়ে। তারপর শুনি আগুন লেগেছে। তখন আমি আর রাশেদ চলে আসি। প্রথমে ঢুকতে দেয়নি ফায়ার সার্ভিস। পরে জোর করে ঢুকেছি। দোকানে অন্তত ৭ হাজার পিস মাল। অর্ধেক বের করছি। আর বের করা সম্ভব না। ভেতর আগুন জ্বলছে।’
পাশে বসা ছিল মো. রাশেদ। তিনি বলেন, ‘তিন তলার ভেতর সবার সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানটা একেবারেই বাইরে। ভেতরে মেলা তাপ। ধোঁয়া। ঢোকা যাচ্ছে না। না পেরে খানিক মাল ভেতর রেখেই চলে এসেছি।’
এর আগে রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে পুলিশ, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।
আজ সকালে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।