জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক বলে দায়ের করা মামলায় বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ সোমবার চট্টগ্রামের ৩ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন পিবিআই জেলা পুলিশ সুপার নাজমুল হক। তিনি বলেন, মামলায় হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহসাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, সহকারী মহাসচিব হাবিব উল্লাহ, হেফাজত নেতা নাছির উদ্দিন মুনির, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, আবদুল মতিন, শহীদুল্লাহ, রিজুয়ান আরমান, জাফর আহমদ, এনামুল হাসান ফারুকী, আনোয়ার শাহ, শফিউল আলমসহ ৪৩ জনের নাম আনা হয়েছে।
আল্লামা আহমদ শফী গত বছরের ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এর তিন মাস পর ১৭ ডিসেম্বর তাঁকে হত্যার অভিযোগ এনে চট্টগ্রামের আদালতে মামলা করেন তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। আসামি করা হয় হেফাজতে ইসলামের ৩৬ জনকে। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতের বিচারক শিবলু কুমার দে মামলাটি গ্রহণ করে এক মাসের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আর্জিতে আল্লামা আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন বাদী। হাটহাজারীর মাদ্রাসায় আল্লামা আহমদ শফী অসুস্থ হওয়ার পরে তাঁর চিকিৎসা নিতে বাধাসহ নানা অভিযোগ আনা হয়।
আর্জিতে উল্লেখ করা হয়, আসামিরা আল্লামা আহমদ শফীকে নাজেহালের পাশাপাশি তাঁর রুম ভাঙচুর, মুমূর্ষু অবস্থায় মুখ থেকে অক্সিজেন কেড়ে নিয়ে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন। এ ছাড়া তাঁর অফিস থেকে বিভিন্ন মূল্যবান কাগজপত্রের পাশাপাশি ৬৮ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়।