জুরাইনে গ্যাস লাইন মেরামতের কাজের সময় দগ্ধ ৬
রাজধানীর জুরাইনে লিকেজ হওয়া গ্যাস লাইন মেরামতের জন্য মাটি কাটার সময় অগ্নিকাণ্ডে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে জুরাইন শিশু কবরস্থানের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০), মো. খলিল (৪৫), জুম্মন (১৯), আজিজুল (৬৫), আব্দুর রহমান (৬০), ও জিহাদ (৫০)।
জানা যায়, শুক্রবার রাতে জুরাইন শিশু কবরস্থানের পেছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইনের লিকেজ মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করেন। সেচের সময় মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ছয় জনই কমবেশি দগ্ধ হন।
আজ শনিবার ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে খলিল ও সিরাজের অবস্থা গুরুত্ব।’