জেলা প্রশাসকদের ১১ দফা কোভিড বিধি বাস্তবায়নের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
কোভিডের লাগাম টেনে ধরতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অংশ নেন।
দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষিত ১১ দফা নির্দেশনা যাতে বাস্তবায়িত হয়, তা কড়াকড়িভাবে নজরদারির তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ১৫ কোটি ডোজ কোভিড টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আরও নয় কোটি ডোজ টিকা হাতে আছে। দুই কোটি মানুষকে ডাবল ডোজ দেওয়ার মতো টিকা আছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘(কোভিডের) লাগাম টেনে ধরার জন্য আমাদের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে... ১১ দফা বলতে পারেন। এবং সে বিধিনিষেধগুলো যাতে বাস্তবায়িত হয়। সে বাস্তবায়নের মূল হাতিয়ার কিন্তু জেলা প্রশাসকেরা। জেলা পর্যায়ে এটা করতে হবে। যেমন যখন বাসে লোক চড়বে, ট্রেনে চলবে বা স্টিমারে চলবে... তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রেখে চলতে হবে।’
অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংসদ সদস্যসহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন।