জ্বর নিয়ে বরগুনার হাসপাতালে চীনফেরত ছাত্র
শরীরে জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন চীনফেরত এক শিক্ষার্থী। তাঁর নাম মো. ইমরান। তিনি চীন থেকে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেন। ১৬ ফেব্রুয়ারি সকালে বরগুনা সদর উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছান। শরীরে জ্বর দেখা দিলে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছে বরগুনার স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার দুপুর ২টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বরগুনার সিভিল সার্জন মো. হুমায়ূন শাহীন খান এই আহ্বান জানান।
সিভিল সার্জন বলেন, ‘চীনফেরত বাংলাদেশি মো. ইমরান জ্বর নিয়ে গতকাল রাত ৮টায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী তাঁকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’
এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে সিভিল সার্জন বলেন, ‘ইমরানের শরীরে রোগের কোনো লক্ষণ পাওয়া গেলে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকবে। আর না পাওয়া গেলে তাঁর বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।’
এর আগে দুপুর ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে দুই সদস্যের একটি টিম এসে ইমরানের শরীরের নমুনা সংগ্রহ করেন।
সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামের মো. ইমরান চীনের একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিটিউশনে পড়াশোনা করেন।