জ্বালানির তেলের দাম ‘অস্বাভাবিক বৃদ্ধি’র কথা স্বীকার করলেন কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জ্বালানি তেলের দাম একটু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তা অস্বীকার করব না। কিন্তু, দেশটাকে তো আমরা চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না। এর জন্য সরকার দায়ী নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যারা বাঁধিয়েছে, তারা দায়ী।’
কৃষিমন্ত্রী আজ রোববার কুমিল্লায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন উন্নয়ন (বিএডিসি) কার্যালয় প্রাঙ্গণে ফলদ বাগান, সৌরশক্তি চালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ প্রদর্শনীর প্লট উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কমানো হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘তেলের দাম বৃদ্ধিতে কৃষি সেক্টরে কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু তাতে কিছু করার নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির গ্রেড-১-এর চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএসডিসির প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান প্রমুখ।