জ্বালানি তেলের মূল্য পূর্বাবস্থায় চায় চট্টগ্রাম পরিবহণ মালিক গ্রুপ
জ্বালানি তেলের মূল্য পূর্বাবস্থায় ফিরিয়ে না আনলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবে চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপ।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহণ মালিক গ্রুপের যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মনজুর আলম মঞ্জু, আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ, শ্রমিকনেতা অলি আহমদ যোগ দেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সব ধরনের ব্যয় বেড়েছে জানিয়ে মালিক-শ্রমিকদের যৌথ সভায় বক্তারা বলেন, তেলের মূল্যের সঙ্গে ভাড়ার সমন্বয় চাচ্ছি না। তেলের মূল্য আগের অবস্থায় ফিরে আসুক, সেটাই চাই মালিক-শ্রমিকরা। পাশাপাশি যমুনা ব্রিজ ও মুক্তারপুর ব্রিজসহ সব ব্রিজের বর্ধিত টোল প্রত্যাহার এবং পুলিশের হয়রানি বন্ধ না হলে রোববার থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
এদিকে, পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের সভায় চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের পণ্যবাহী যান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। সভায় চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশন সভাপতি আবদুল মান্নান, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি অলি আহমদ, পণ্য পরিবহণ মালিক সমিতির সভাপতি হাজি মুনির আহমদ বক্তব্য দেন।