জয়পুরহাটে করোনায় চিকিৎসকসহ দুজনের মৃত্যু
সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৩ শতাংশ। ঈদের আগে জয়পুরহাট জেলায় করোনা সংক্রমণের হার ছিল মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানা গেছে।
এদিকে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে জয়পুরহাট পৌরসভাসহ সদর উপজেলা, কালাই উপজেলা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলমান রয়েছে। তবে হাট-বাজার, শপিংমল ও রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে এবং মানুষের ভিড়ে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এ ছাড়া বাধ্যতামূলক করা হলেও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত হয়নি।
জারি করা বিধিনিষেধ অনুযায়ী, ওই উপজেলা ও পৌরসভা এলাকাগুলোতে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান-পাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহণ আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে। কিন্তু অন্যান্য সময়ে হাজার হাজার মানুষের অবাধ ও বেপরোয়া চলাফেরায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।