জয়পুরহাটে করোনায় দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪
জয়পুরহাটে কঠোর বিধিনিষেধের নবম দিনে ৭৮টি মামলায় ৭৮ জনের কাছ থেকে ৫১ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে এবং ২১৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার জয়পুরহাট জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে ও তথ্য জানা গেছে।
জয়পুরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধের নবম দিনে ৭৮টি মামলায় ৭৮ জনের কাছ থেকে ৫১ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জয়পুরহাটে ৬২৮টি মামলায় মোট চার লাখ ৩০ হাজার ১০০ টাকা জরিমানা আদায়সহ এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। ২১৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। অথচ গত রোজার ঈদের আগে শনাক্তের এ হার ছিল মাত্র পাঁচ-ছয় শতাংশ।
এদিকে, আজ ছুটির দিন ও জুমা বার হওয়ায় জেলা শহরে মানুষের চলাফেরা অন্য যেকোনো দিনের চেয়ে বেশি দেখা গেছে।