জয়পুরহাটে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ ক্যারাভ্যান চালু
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনারোধে জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটে ভ্রাম্যমাণ ক্যারাভ্যান উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়।
ক্যারাভ্যানটি জনবহুল বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালাবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সানজিদা খাতুন, ডা. ইফ্ফাত আরা নাফিস, ডা. ফারহানা রিতা উপস্থিত ছিলেন।