জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় বটতলী-ক্ষেতলাল সড়কে একটি দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সেতু সাহা (২১) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ ওই ট্রাকসহ ট্রাকের ড্রাইভার রাজু ও হেলপার জুবায়েরকে আটক করেছে। নিহত কলেজছাত্র সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার অফিসারপাড়া গ্রামের স্বপন সাহার ছেলে। সে বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীরা জানান, কলেজছাত্র সেতুসহ দুটি মোটরসাইকেলে চারজন ছাত্র বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের দিকে যাওয়ার সময় বটতলি বাজারের কাছে জয়পুরহাট থেকে ক্ষেতলালমুখী একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী সেতুর মৃত্যু হয়। পুলিশ ওই ট্রাকসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।