জয়পুরহাটে দুর্ঘটনার ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের আট ঘণ্টা পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রেল চলাচল শুরু হয়।
জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, ‘আজ সকালে দুর্ঘটনার পর থেকে এ রুটে ঢাকা ও উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন এসে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনচ্যুত বগি সরিয়ে নেয়। এতে বিকেল ৩টা থেকে এ লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’
আজ সকাল পৌনে ৭টার দিকে শহরের পুরানাপৈল রেলগেটে ট্রেনের সঙ্গে হিলিগামী বাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক তিনজন বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, দুর্ঘটনার কারণ নির্ণয়ে বাংলাদেশ রেলওয়ে বিভাগ ও জয়পুরহাট জেলা প্রশাসনের পৃথক দৃটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে এ দুই কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে এখনও কোনো কমিটিরও তদন্তকাজ শুরু হয়নি।