জয়পুরহাটে নবান্ন উৎসব উপলক্ষে মাছমেলা
বাঙালির প্রাণের উৎসব নবান্নকে কেন্দ্র করে প্রতি বছরের মতো জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিড়া বাজারে এবারও বসেছিল নানা জাতের মাছের পশরা সাজিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছমেলা।
এ মেলায় দূর দূরান্ত থেকে আসা অর্ধশতাধিক মাছের দোকানে উঠেছিল বিভিন্ন পুকুর, নদী ও খাল-বিল থেকে ধরা রুই, কাতলা, মৃগেল, চিতল, আইড়, বোয়াল, গ্রাসকার্প, ব্রিগেটসহ নানা প্রজাতির মাছ। এর মধ্যে বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ১৫ থেকে ২৫ কেজি পর্যন্ত। মাছের প্রজাতি, আকার ও ওজনভেদে এসব মাছ ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, প্রায় ১৫ থেকে ২০ বছর আগে নবান্ন উপলক্ষে ৩ অগ্রহায়ণ এ মাছের মেলা বসার রেওয়াজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বসা এ মাছের মেলায় শুরু হয় মাছ বেচাকেনার ধুম। ঐতিহ্য হিসেবে মেলাটিতে এ অঞ্চলের মেয়ের জামাইদের ব্যাপক সমাগম ঘটে থাকে। কেবল জামাইরাই নয়, বাঙালি সংস্কৃতির অংশ হওয়ায় নবান্নের এ মেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত আশপাশের বিভিন্ন গ্রামের নানা বয়সী মানুষের সরব উপস্থিতি ঘটে। কেনাকাটা ছাড়াও অনেকে মেলায় আসে রকমারি মাছ দেখতে।
এ মেলায় মাছের পাশাপাশি বসেছিল শিশু-কিশোরদের খেলনা ও দই-মিষ্টির দোকান।